Skip to main content

Posts

Showing posts from January, 2021

শূন্য - sunno - writen by Muktarul Islam Muktar

  শূন্য   মুক্তারুল ইসলাম মুক্তার  দিনের শেষে সন্ধ্যা নামে  রাতের আকাশে চাঁদ ছড়ায়  আলো।  জোনাকিরা হেসে চলে মিটি মিটি  জ্বালাইয়া নিজের আলো।  আমি চাঁদের দিকে চেয়ে থাকি  এক অবাক করা দৃষ্টিতে  ভাবী শুধু তোমাকে নিয়ে।   তোমার  কথা ভাবতে  গিয়ে থমকে দাঁড়ায় প্রথম প্রহরে।   ভাবিনি কখনো হবে এমন  হঠাৎ করেই হারিয়ে যাবে এ জীবন থেকে ।  মায়া মমতা স্নেহ ভালবাসা  বিসর্জন দিয়ে চলে যাবে  দূর হতে দূর বহুদূরে।  অঝোরে ঝরে পড়ে চোখের জল  তোমার কথা মনে হলে।  যদি জানতাম করিতাম না আর প্রেম  বাসিতাম না আর ভালো।   Time :12: 09am Date :29,5,20

Top 10 Best Advice for changing your life 2021 - Bill gates

 সফল হতে ১০ টি সাজেশনঃ-  দ্রুত শুরু করে দিন:  মাথায় কোনো আইডিয়া নিয়ে হয়তো আপনি ঘুরছেন। বিল গেটস বলছেন, না ঘুরে এখনই শুরু করে দিন। কারণ আজ যে আইডিয়া নিয়ে আপনি বসে আছেন, দেখা যাবে কয়েক বছর পর আপনার আইডিয়াটি কাজে লাগিয়ে ঠিকই আরেকজন সফল হয়ে গেছে। তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না আপনার। নিজের সেরাটাই দিতে হবে:  জীবনটা এমন নয় যে, কয়েক মাস পর পর আপনার আগের ভুলগুলো শুধরে নেয়ার সুযোগ পাবেন। ফলে প্রতিটি সেকেন্ড আপনাকে যথার্থভাবে কাজে লাগাতে হবে। প্রতিদিন সেরাটাই দিতে কাজে লাগাতে হবে আপনার। ‘না’ বলতে শিখুন:  যত কিছুই করুন না কেন, দিনে কিন্তু ২৪ ঘণ্টার বেশি সময় আপনার হাতে নেই। ফলে চাইলেই আপনি সব কাজ করতে পারবেন না। কোন কাজকে আপনি না বলবেন, সেটি বুঝতে হবে। বিল গেটস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক বক্তব্যে বলেছিলেন, জীবনের সেরা উপদেশটি আমি পেয়েছি বন্ধু ওয়ারেন বাফেটের কাছে থেকে। সে বলেছিলেন, তোমাকে ‘না’ বলতে জানতে হবে। নিজেই নিজের বস:  স্বপ্ন পূরণের পথে অন্যের সঙ্গে নিজের তুলনা করা থেকে বিরত থাকুন। এতে নিজেকেই অপমান করা হবে। নিজেই এমন কিছু করুন যাতে অন্যরা আপনাক...

আমার একটা মন চাই - Amar Akta Mon Chai

আমার একটা মন চাই কলমে মুক্তারুল ইসলাম মুক্তার আমার একটা মন চায় যার ইচ্ছা গুলো হবে, আমার মনের মতো। আমার একটা মন চায় যার চাওয়া গুলো হবে আমার চাওয়ার মতো। আমার একটা মন চায় যার ভালোলাগা অনুভূতি গুলো হবে আমার অনুভূতির মতো। আমার একটা মন চায় যার ভালোবাসা গুলো হবে শুধু আমাকে ঘিরে। আমার একটা মন চায় মনের মতো একটা মানুষ চায়। যার রিদয়ে আমি ছাড়া আর কেউ নেই। আমার একটা মন চায় যার মনটা হবে সাদা মমের মতো। এমন একটা মন চায় আমার এমন একটা চায় । Date : 05.07.2020 Time: 7.10am # MuktarulIslam23   #MuktarulIslam32

মনে পড়ে - Mone Pore

  মনে পড়ে মো :মুক্তারুল ইসলাম মুক্তার নিঝুম এই জোসনার রাতে যদি মনে পড়ে আমাকে। ভেবো না আমি আছি..... তোমার কাছ থেকে দুরে। পড়ে নিও তুমি আমার লেখা কবিতা । ভাল লাগার কিছু চেতনা, লিখবো তোমার জন্য। যদি তুমি কখনো, হারিয়ে যাও _ মন খারাপের দেশে। পড়ে নিও তুমি আমার লেখা রূপকথার গল্প। Read More Poem #MuktarulIslam23 #MuktarulIslam32

মাটির নিচে তৈরি অদৃশ্য গাইবান্ধার ফ্রেন্ডশিপ কমপ্লেক্স ভবন

মাটির নিচে তৈরি অদৃশ্য গাইবান্ধার ফ্রেন্ডশিপ কমপ্লেক্স ভবন, স্থাপত্যশৈলীর এক অনন্য নজির। একাধিক ব্লকে বিভক্ত একটি ভবন। তাতে প্রশিক্ষণ কেন্দ্র, লাইব্রেরি, অভ্যন্তরীণ খেলাধুলা ও থাকা-খাওয়ার ব্যবস্থা। একটির সঙ্গে আরেকটি সংযুক্ত বারান্দা ও খোলা প্যাভিলিয়ন দিয়ে। বিশাল ভবন। কিন্তু পুরো ভবনটিই দৃষ্টির আড়ালে। পাশ দিয়ে চলে গেছে গ্রাম্য সড়ক। অথচ সেখানে দাঁড়িয়ে ভবনটি চোখেই পড়বে না। কারণ, পুরো ভবনটি মাটির তলায়।  ভবনের বিভিন্ন কক্ষের ছাদ মাটির সমতলে। তাতে লাগানো সবুজ ঘাস মিশে গেছে আশপাশের মাঠের সঙ্গে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামে ফ্রেন্ডশিপ সেন্টার নামক এই ভবনের দিকে সবাই অবাক হয়ে তাকায়। প্রকৃতির মধ্যে মিশে যেন অদৃশ্য হয়ে আছে কমপ্লেক্সটি। গাইবান্ধা-বালাসী সড়ক ঘেঁষে গড়ে ওঠা এই ভবনের আয়তন ৩২ হাজার বর্গফুট। স্থানীয়ভাবে তৈরি ইটের গাঁথুনি দিয়ে নির্মিত ভবনটি দেখতে প্রতিদিনই কৌতূহলী মানুষের ভিড় জমে।  আধুনিক ও চৌকস স্থাপত্যশৈলীর এই ভবন সুইজারল্যান্ডভিত্তিক  আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) পুরস্কারের জন্য বিশ্বের ৩৮৪টি স্থাপনাকে পেছনে ফেলে সেরা...

মায়ের মতন নয়-Mayer Moton Noy

  মায়ের মতন নয় মুক্তারুল ইসলাম মুক্তার হিরা-মুক্তা, সোনা-রুপা আছে যত দামী, মায়ের মতন দামী নয়। গাল ফ্রেন্ড, বয় ফ্রেন্ড, টয় ফ্রেন্ড যত শত ফ্রেন্ড নামে আছে পৃথিবীতে যত ভালোবাসা মায়ের ভালবাসার মতন নয়। Date : 04.07.2020 Time : 10.10pm More Post  

ইচ্ছে গুলো - isse gulo Weriten by Muktarul Islam Muktar

  ইচ্ছে গুলো মুক্তারুল ইসলাম মুক্তার আমার ইচ্ছে গুলো ইচ্ছে থাকে মন আমার স্বপ্ন দেখে, হাটতে তোমার সাথে হাত রেখে হাতে। মাঝে মাঝে ইচ্ছে করে উড়াল দিতে একটু সময় ঘুরতে তোমাকে সাথে নিয়ে এই অচেনা শহুরে। অজানা অচেনা নতুন শহরে হাটবে কি তুমি, আমার সাথে হাত রেখে হাতে। দিনের শেষে বেলা যখন যাবে গড়িয়ে, হাটবে কি তুমি আমার সাথে পদ্মা নদীর তীরে। তোমার মুখে ফোটাতে হাসি আনব তুলে পদ্মা ফুল, পড়িয়ে দিয়ে খোপায় বলব একটু হেসে আমি ভালবাসি তোমায়। Time : 8.30pm Date : 01-07-2020 #MuktarulIslam   #MuktarulIslam32   #MuktarulIslam23   #poem   #MsMusicTv   #mypoem   #life