Skip to main content

Posts

Showing posts from 2023

কবিতা বেলা-লেখক মুক্তারুল ইসলাম মুক্তার

  বেলা  মুক্তারুল ইসলাম মুক্তার  31.01..2022 5:08pm বাফু যাচ্ছ কোথায়?  এই তো সামনের বাড়ি,  কিসের জন্য এতো তাড়া যাচ্ছ যেন থামছো না যে  দাওয়াত কিছু আছে নাকি?  না গো মোশাই,  যাচ্ছি আমি অচিন পুরে  কেমন আছে আমার বন্ধু বেলা  হয় না দেখা যে আর তার সাথে  কয়না কথা বহুদিন হলে।  তাই একটু মনে হলে  আসি ছুটে বেলার কাছে । বাফু সেতো আমি জানি  বেলা কি লাগি? বেলা আমার কেউ না গো  শিশুকালের খেলার সাথী। পড়তাম দু'জন পাঠশালায়  ছিলাম অনেক ভালো বন্ধু।  বেলা ছাড়া কেউ ছিল,  সেই সময়ে আমার বন্ধু।  তাই তো তারে লাগে ভালো  মন খারাপ একটু হলে , ছুটে আসি বেলার কাছে।  সুখ দুঃখের দু'টি কথা বলে  চলে যাব আপন দেশে । তা বাফু ঠিক বুঝেছি,  তুমি ভাল মানুষ  বিবেক বুদ্ধি সম্পূর্ন  দেখলেই তা বুঝা যায়।  হ্যাঁ মোশাই, কিছু বলতে চাও  বলতে পার কোনো দ্বিধা নাই।  হ্যাঁ বাফু, কিছু কথা না বললেই নয়  আজ যে যাচ্ছ তুমি বেলার কাছে  সে কথা কি তার স্বামী জানে  যদি স্বামী তার জানতে পারে  কিলা...

শূন্য-মুক্তারুল ইসলাম মুক্তার

                  শূন্য                  মুক্তারুল ইসলাম মুক্তার    দিনের শেষে সন্ধ্যা নামে রাতের আকাশে চাঁদ ছড়ায় আলো। জোনাকিরা হেসে চলে মিটি মিটি জ্বালাইয়া নিজের আলো। আমি চাঁদের দিকে চেয়ে থাকি এক অবাক করা দৃষ্টিতে ভাবী শুধু তোমাকে নিয়ে। তোমার কথা ভাবতে গিয়ে থমকে দাঁড়ায় প্রথম প্রহরে। ভাবিনি কখনো হবে এমন হঠাৎ করেই হারিয়ে যাবে এ জীবন থেকে । মায়া মমতা স্নেহ ভালবাসা বিসর্জন দিয়ে চলে যাবে দূর হতে দূর বহুদূরে। অঝোরে ঝরে পড়ে চোখের জল তোমার কথা মনে হলে। যদি জানতাম করিতাম না আর প্রেম বাসিতাম না আর ভালো।