সুখ! সুখ! সুখ! মুক্তারুল ইসলাম মুক্তার সুখ! সুখ! সুখ! করে মানুষ শুধু চিল্লাই কখনো কি সুখ পাইছে, কোটি টাকা থাকতে পারে তবু সুখ নাই তার মাঝে । সুখের খুঁজে মানুষ হয়ে পরে আত্মহারা । সুখ যদি পেতে চাও জীবনে, টাকার পেছনে না ঘুরে স্বাভাবিক জীবন গড়। সুখ যদি চাও জীবনে ভেজালকে বাদ দিয়ে সুখি সুন্দর জীবন গড়ি । ভেজালের জন্য আজ সুখ নাই দেশে । রোজ সকালে উঠে দেখি মানুষের হাটাহাটি, অসুখে ছড়াছড়ি। এতো সুন্দর,দামী খাবার খায়। ফলমূল শাকসবজি মাছ মাংস আর ডিম, তবুও অসুখে ছড়াছড়ি । ফলমূলে ফরমালিন, শাকসবজিতে কীটনাশক, ভেজাল যে চারিদিকে ছড়িয়ে কোথায় পাইবে ভিটামিন । সব কিছু হইল হাইব্রিড মাছ মাংস আর ডিম । দুধের ছানায় হয় না, ময়দা ছাড়া মিষ্টি । ভেজালে যে সব কিছুরই সৃষ্টি ।