Skip to main content

Posts

Showing posts from January, 2025

যে প্রেমে বেঁধেছিলে - এসএম মুক্তার

সরল মনে আগুন জ্বালিয়ে  চলেছো তুমি নব বধূ বেশে,  সুখের পালকিতে নতুন বউয়ের সাজে । তোমার চোখে-মুখে হাসির রেখা, আমার চোখে-মুখে কান্নার রেখা,  হৃদয় ভাঙার অসহ্য যন্ত্রণা।  যে প্রেম আর যে ভালোবাসায় বেঁধেছিলে,  জন্ম জন্মান্তরে তুমি আজ সেই প্রেমে আমি মরেছি,  তুমি আনন্দ উল্লাসে মেতেছো। 9.1.25 10:52pm এসএম. মুক্তার সরকার  

ভালোবাসা ফুরিয়ে যাবে - এসএম তানজিলা

ভালোবাসা ফুরিয়ে যাবে  একদিন চোখের জল ফুরিয়ে যাবে,   সাগরের জল শুকিয়ে যাবে। কন্ঠ বাকরুদ্ধ হবে,  ভালোবাসা ফুরিয়ে যাবে।  সেই দিন খুব বেশী দূরে নয়, যেদিন আমরা হারিয়ে যাবো  মহাকালের অতল তলে।  অপেক্ষমান তারকারাজি, রাত জাগা চাঁদ-তারা,  কিরণ দেওয়া সূর্যটা  নিমিষেই শেষ হবে বিশালাকার আকাশটা।  09.01.25 11:52 pm এসএম. তানজিলা