Skip to main content

Posts

Showing posts from May, 2020

ঈদের আনন্দ

                      ঈদের আনন্দ           মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার রমজানের রোজার শেষে                   আকাশে ঈদের চাঁদ উঠেছে । হাসির রেখা বইছে মনে                  আনন্দে মন হারায় আজ ঈদ যে আসছে সবার ঘরে।                  ঈদ কাটুক সবার হাসিখুশিতে খোঁজ খবর করব মোরা গরীব দুঃখীদের।                  আত্মীয়-স্বজন প্রতিবেশী সবার সাথে আনন্দ করব বিনিময় ।                 ছোট বড় গরিব ধনী নাই কো ভেদাভেদ সবাই কাদে কাদ মিলিয়ে                 পড়ব নামাজ মাঠে গিয়ে। কি যে আনন্দ ব ইছে মনে।                  রমজানের রোজার শেষে আকাশে ঈদের চাঁদ উঠেছে,                ...

Matador Corona - Muktarul Islam Muktar

"Matador Corona"                    Muktarul Islam Muktar This is matador corona                                                      এই হয় ঘাতক করোনা এই নিয়ে ভাবনা                            সকল মানুষের চিন্তা কেমনে বাঁচিবে জীবনটা                           শুনিলে চীন ইতালি স্পেনের খবর শিহরিয়া ওঠে মনের ভিতর।                            গর্জিয়া ওঠে রিদয়টা ঘাতক করোনায় যাবে বুঝি জীবনটা।                              ওগো দয়াময় তুমি মহান তোমার দয়ায় বাঁচাও মোদের প্রাণ।               ...

অনুভূতি Writing by Muktarul Islam Muktar

                        অনুভূতি            মো : মুক্তারুল ইসলাম মুক্তার তুমি সূর্য হয়ে কিরণ দিলে              আমি রৌদ্র পোহাব। তুমি বৃষ্টি হয়ে নামলে               আমি সেই বৃষ্টিতে ভিজবো। তুমি চাঁদ হয়ে আলো ছড়িয়ে দিলে                আমি সেই আলোয় সারা রাত জেগে থাকব। তুমি আমাকে ভালবাসলে                আমি তোমাকে ভেবে কবিতা লিখবো। তুমি জোনাকি হয়ে জ্বললে                 আমি তোমার পিছু পিছু ছুটে চলবো। তুমি বাতাস হয়ে বইলে                  আমি সেই বাতাসে চুল উড়াবো। তুমি স্রোত হয়ে বইলে                   আমি সেই স্রোতে ভেসে যাব। তুমি শিশির হয়ে পড়লে                   আম...

কাশফুল

    কাশফুল           মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার          আমি দেখতে ভালবাসি                   শরতকালে নদীর ধারে  ফুটে থাকা হাজারো                    সাদা কাশফুল।  আমি ভালবাসি শরতের  নানারকম বৈচিত্র                    চারিদিকে ফুটে থাকা  হাজার কাশ ফুলের সমরাহ।  দক্ষিণা বাতাসের হাওয়া লেগে                   দোলে যখন কাশফুল                    মনে সাধ জাগে  আনিয়া কাশফুল, গাথিব মালা।                    আমি দেখতে ভালোবাসি শরৎকালে নদীর ধারে                      ফুটে থাকা হাজারো সাদা কাশফুল। আমি ভালবাসি শরতের...

আমার বন্ধু বিদেশীনি - Amar Bondhu Bideshini - Muktarul Islam

আমার বন্ধু বিদেশীনি মুক্তারুল ইসলাম মুক্তার আমার বন্ধু বিদেশীনি  আজ ও তারে দেখিনি  না দেখিয়া তারে আমি ভালবেসেছি। ও তার রুপ খানা যে কেমন হবে  সেটাও না জানি । ও তার মিষ্টি  কথায়  আমার রিদয় হইয়াছে আকুল  না জানি দেখিতে সে কত সুন্দর। কত রিকোয়েস্ট করলাম তারে দিল না তার ছবি । ভালবাসি তারে আমি  সেটাও বুঝে না বুঝি। আমার বন্ধু বিদেশীনি  আজ ও তারে দেখিনি  না দেখিয়া তারে আমি ভালবেসেছি। তার কথা ভাইবা ভাইবা  রাত যে আমার যায় কাটিয়া আমার বন্ধু বিদেশীনি  আজ ও তারে দেখিনি  না দেখিয়া তারে আমি ভালবেসেছি। ও তারে দেখার জন্য  মনটা আমার করে আনছান।  কখন সে পাঠাবে তার ছবি  সে আশাতেই আমি থাকি। আমার বন্ধু বিদেশীনি  আজ ও তারে দেখিনি  না দেখিয়া তারে আমি ভালবেসেছি। Writer : Muktarul Islam Muktar Sorkar Date  : 3.5.2020 Time : 7:56 pm  আরও কবিতা পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন।  Facebook